প্রধান উপদেষ্টা আগামীকাল কাতার যাচ্ছেন

সময়: 11:29 am - April 20, 2025 |

মানব কথা: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চারদিনের সরকারি সফরে আগামীকাল সোমবার কাতারের রাজধানী দোহা যাচ্ছেন। তিনি সেখানে অংশ নেবেন ‘আর্থনা সামিট ২০২৫’-এ, যা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে অনুষ্ঠিত হচ্ছে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, সামিটে অংশগ্রহণের পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে তার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন সুফিউর রহমান

সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

এ সফরের একটি বিশেষ দিক হলো—প্রথমবারের মতো বাংলাদেশের চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ এতে অংশ নিচ্ছেন। তারা হলেন—ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আখতার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা। ক্রীড়াঙ্গনে নারীদের অগ্রগতির প্রতীক হিসেবে এই অংশগ্রহণকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।

‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’ প্রতিপাদ্যে অনুষ্ঠিতব্য এই সামিটে কাতারের শুষ্ক ও উষ্ণ আবহাওয়ায় টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলায় ঐতিহ্যবাহী সংস্কৃতি ও প্রাকৃতিক বৈচিত্র্যকে কাজে লাগানোর দৃষ্টিভঙ্গি তুলে ধরা হবে।

সামিটটি একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে ঐতিহ্যগত জ্ঞান ও আধুনিক উদ্ভাবনের সমন্বয়ের মাধ্যমে টেকসই, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার পথ খুঁজে বের করা হবে।

২২ ও ২৩ এপ্রিল দুই দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনে উপস্থাপনা, ইন্টারঅ্যাকটিভ প্যানেল আলোচনা, কর্মশালা ও গোলটেবিল বৈঠকের মাধ্যমে বিশ্ব নেতৃবৃন্দ, বিশেষজ্ঞ ও অংশগ্রহণকারীরা গুরুত্বপূর্ণ নানা বিষয়ে মতবিনিময় করবেন।

Share Now

এই বিভাগের আরও খবর