প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন সুফিউর

সময়: 11:52 am - April 20, 2025 |

মানবকথা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ কূটনীতিক মোহাম্মদ সুফিউর রহমান। রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, তিনি পররাষ্ট্র উপদেষ্টাকে সহায়তা করবেন এবং এ লক্ষ্যে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতাও অর্পণ করা হয়েছে। বিশেষ সহকারীর পদে থাকাকালে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

চাকরি জীবনে মোহাম্মদ সুফিউর রহমান একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া অস্ট্রেলিয়া ও মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই অভিজ্ঞ কূটনীতিক।

তার নিয়োগে পররাষ্ট্র নীতিতে অন্তর্বর্তী সরকারের কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে গতি আসবে বলে ধারণা করা হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর