মহানবীকে ‘কটূক্তির’ অভিযোগে তেজগাঁওয়ে সড়ক অবরোধ

মানব কথা: হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে রাজধানীর তেজগাঁওয়ে উত্তাল হয়ে উঠেছেন কোহিনূর কেমিক্যাল কোম্পানির শ্রমিকরা। মঙ্গলবার দুপুর ৩টার দিকে তিব্বত ক্রসিং এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন তারা, ফলে উভয় পাশে যান চলাচল স্থবির হয়ে পড়ে।
বিক্ষোভকারীদের অভিযোগ, কটূক্তিকারী ব্যক্তি ওই কোম্পানিরই একজন কর্মী। ঘটনায় উত্তেজনা বাড়লে বিকেল সোয়া ৫টা পর্যন্তও অবরোধ চলছিল।
এডিস মশা নিয়ন্ত্রণে কাজ করবে সেনাবাহিনী: ডিএনসিসি প্রশাসক
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি গাজী শামীমুর রহমান জানান, “কোম্পানি অভিযুক্তকে চাকরি থেকে বরখাস্ত করেছে এবং বিচারের আশ্বাস দিয়েছে। তবে কর্মীরা এখন তার প্রকাশ্যে ক্ষমা ও শাস্তির দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও মাঠে রয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগ জানিয়েছে, ঘটনাস্থল তিব্বত ক্রসিং সংলগ্ন এলাকায় কর্মীদের সড়ক অবরোধের কারণে তেজগাঁও-মহাখালী, বনানী-উত্তরাসহ আশেপাশের গুরুত্বপূর্ণ রুটগুলোতে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
যাত্রীদের বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়ে ডিএমপি জানিয়েছে, আমতলী-মহাখালী রেলক্রসিং হয়ে জাহাঙ্গীর গেইট রুট এবং আমতলী-গুলশান-১ হয়ে পুলিশ প্লাজা রুট ব্যবহার করতে হবে।
তবে মহাখালী থেকে বনানী ও উত্তরাগামী রুটে যান চলাচল এখনো স্বাভাবিক রয়েছে বলে জানায় ট্রাফিক বিভাগ।
কোম্পানি ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনার পরেও যখন শ্রমিকরা অবরোধ থেকে না সরে আসে, তখন বোঝা যায়, ইস্যুটিকে তারা অত্যন্ত সংবেদনশীল হিসেবে দেখছেন। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে।