৬০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

মানব কথা: দেশের দুই অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
দেশের দুই অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
আজ বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে এক নম্বর সঙ্কেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, দেশের দুই বিভাগ ও ছয় জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল বুধবার থেকে রাজশাহী ও খুলনা বিভাগসহ মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, দিনাজপুর এবং নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, এটি অব্যাহত থাকতে পারে।