প্রতারণার শিকার হয়ে সৌদি থেকে দেশে ফিরলেন শতাধিক প্রবাসী
মানব কথা: ‘প্রতারণার শিকার’ হয়ে সৌদি থেকে দেশে ফিরেছেন শতাধিক প্রবাসী বাংলাদেশি। রিয়াদ থেকে ছাড়া একটি ফ্লাইটে করে সোমবার (২৮ এপ্রিল) দিনগত মধ্যরাতে দেশে পৌঁছান তারা।
বিভিন্ন মেয়াদে সৌদি থাকা এসব শ্রমিকদের অভিযোগ, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের আটক করে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার। এসময় তাদের ওপর হওয়া ‘প্রতারণা’ ও অবিচারের চিত্র তুলে ধরেন এসব রেমিট্যান্স যোদ্ধারা।
এসময় প্রবাসীরা অভিযোগ করেন, সৌদি আরবে চলমান একটি ‘ষড়যন্ত্রের’ অংশ হিসেবে বাংলাদেশি শ্রমিকদের টার্গেট করা হচ্ছে।
তাদের ভাষ্যমতে, গত ১২ এপ্রিল ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ছবির অবমাননার পর থেকেই বাংলাদেশিদের উপর দমন-পীড়ন বাড়ানো হয়। ফেরত আসা শ্রমিকদের কেউ কেউ বলেন, “এখন বাঙালি দেখলেই ধরে নিয়ে যাচ্ছে। বৈধ আকামা, ভিসা সব থাকার পরও আমাদের আটক করে দেশে পাঠিয়ে দিচ্ছে।”
শ্রমিকদের অভিযোগ, যাদের মাধ্যমে তারা সৌদি আরব গিয়েছিলেন – অর্থাৎ দালাল বা এজেন্সিগুলোর কোনো খোঁজ নেই। ফোন দিলে ফোন রিসিভ করে না, কেউ কোনো সাহায্যও করছে না।
সবকিছু হারিয়ে বিদেশে পাড়ি জমানো এসব শ্রমিকরা জানান, পরিবার পরিজন নিয়ে দু-মুঠো ভাত খাবার সম্বলও বাকি নেই তাদের।
অভিযোগ জানান, সৌদিতে অবস্থিত বাংলাদেশি দূতাবাসের অসহযোগিতারও।
তারা ঘটে যাওয়া প্রতারণার সুষ্ঠু বিচার দাবি করেন। সরকার যেন তদন্ত করে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে, এমন দাবিও জানান ভুক্তভোগীরা।













