বাংলাদেশ থেকে লিগ্যাল চ্যানেলে শ্রমিক নিতে আগ্রহী ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা

সময়: 12:39 pm - May 5, 2025 |

মানব কথা: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ইতালি সরকার বাংলাদেশ থেকে লিগ্যাল চ্যানেলে শ্রমিক নিতে আগ্রহী৷

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টার সঙ্গে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মি. মাতিও পিয়ান্তিদোসি’র সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি৷

উপদেষ্টা বলেন, তারা (ইতালি) বলেছেন বাংলাদেশের শ্রমিকরা খুব কঠোর পরিশ্রমী৷ তারা আমাদের দেশে থেকে নতুন করে লিগ্যাল চ্যানেলে লোক নিতে আগ্রহী৷ অন্যদেশের ভিসা নিয়ে সাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার যে প্রবণতা সেটাতে তারা নিরুৎসাহিত করেছে৷ আমরা তাদের বলেছি- এতদিন যারা এই লাইনে গিয়েছে তাদেরকেও যেন বৈধতা দিয়ে দেওয়া হয়৷

উপদেষ্টা আরও বলেন, আমরা পুলিশ, কোস্টগার্ড ও বিজিবির সহযোগিতা বৃদ্ধির জন্য তাদের সঙ্গে আলোচনা করেছি৷

সম্প্রতি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এ ঘটনায় ৫৪ জনকে অলরেডি আইনের আওতায় আনা হয়েছে৷ এ ধরনের ঘটনা যারা ঘটানোর চেষ্টা করছে তাদের কাউকে ছাড় দেওয়া হবেনা৷

Share Now

এই বিভাগের আরও খবর