সচিবালয় ও যমুনা এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

সময়: 8:56 am - May 10, 2025 |

মানব কথা: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয়, প্রধান উপদেষ্টার বাসভবন এবং আশপাশের এলাকায় সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত ও শোভাযাত্রা নিষিদ্ধ থাকবে।

শনিবার (১০ মে) দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনশৃঙ্খলা বজায় রাখা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষিদ্ধ ঘোষিত এলাকাগুলোর মধ্যে রয়েছে সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড় এবং মিন্টু রোড।

ডিএমপি জানিয়েছে, আজ থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর এবং এটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

Share Now

এই বিভাগের আরও খবর