সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক
সময়: 10:41 am - May 10, 2025 |

মানব কথা: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষিতে পরিস্থিতি সামাল দিতে শনিবার (১০ মে) সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
তবে বৈঠকের সুনির্দিষ্ট সময় ও স্থান এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক আন্দোলন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যত, এই তিনটি বিষয় প্রধান আলোচ্য হবে।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থী, পেশাজীবী ও রাজনৈতিক কর্মীরা বৃহস্পতিবার রাত থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন।