আবদুল হামিদের দেশত্যাগে দোষীদের ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

মানব কথা: সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ কীভাবে দেশের বাইরে গেলেন, সে বিষয়ে তদন্ত চলছে এবং প্রতিবেদন হাতে পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১০ মে) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
তিনি জানান, বর্তমানে বিমানবন্দরের নিরাপত্তা ও ব্যবস্থাপনা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। তবে, সাবেক রাষ্ট্রপতির বিদেশ যাত্রা ঘিরে নিরাপত্তা বলয় কীভাবে ভেঙে গিয়েছিল, তা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং শিগগিরই তারা প্রতিবেদন দেবে। এ ছাড়া, এ বিষয়ে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) থেকে কোনো ধরনের নিষেধাজ্ঞার নথি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল কি না, সে বিষয়েও তার জানা নেই বলে জানান উপদেষ্টা।
তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়টি নিয়ে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে কাজ করছে ইন্টারপোল।
এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান ছাত্র-জনতার আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা আহ্বান জানান, যৌক্তিক দাবি আদায়ের আন্দোলনে যেন জনদুর্ভোগ না হয় এবং সড়ক অবরোধ পরিহার করা হয়।