ইসরাইলি-মার্কিন দ্বৈত নাগরিক সেনাকে মুক্তি দেবে হামাস

মানব কথা: ইসরাইলি-মার্কিন দ্বৈত নাগরিক সেনা আলেকজান্ডারকে মুক্তি দেবে হামাস। এ ঘটনাকে গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা নিশ্চিতের বৃহত্তর প্রচেষ্টার অংশ বলে জানায় দলটি।
রোববার এক বিবৃতিতে হামাসের শীর্ষ নেতা খলিল আল-হাইয়া বলেন, যুক্তরাষ্ট্রের সাথে সম্প্রতি সরাসরি যোগাযোগের পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি জানান, এই আলোচনায় কাতার, মিসর ও তুরস্কের মধ্যস্থতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
আল-হাইয়া বলেন, হামাস যুদ্ধ বন্ধে ও বন্দি বিনিময়ের আলোচনায় প্রস্তুত। তিনি একে একটি চূড়ান্ত চুক্তির দিকে এগিয়ে যাওয়ার ইঙ্গিত হিসেবেও বর্ণনা করেন।
ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি এই উদ্যোগে যুক্ত সকল পক্ষের প্রতি কৃতজ্ঞ। তিনি বলেন, এটি যুদ্ধ বন্ধ ও বন্দীদের স্বজনদের কাছে ফিরিয়ে দেয়ার পথে একটি সদিচ্ছার পদক্ষেপ।
মার্কিন মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ জানান, দীর্ঘ আলোচনার পর সোমবারের মধ্যেই আলেকজান্ডারকে মুক্তি দেয়া হতে পারে। তিনি বলেন, ‘আমরা সম্ভবত আগামীকাল তাকে মুক্ত করে নেব। অনেকেই এই চেষ্টায় যুক্ত ছিলেন।’
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৫২ হাজার ৮২৯ জন। আহত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৫৫৪ জন।
সূত্র : মিডল ইস্ট আই