দেশে ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ১০১ জন

সময়: 3:42 pm - May 20, 2025 |

মানব কথা: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২০ মে) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
সেন্ট্রাল রোডে তরুণকে কোপানোর ভিডিও ভাইরাল, ভুক্তভোগী বিএনপির কর্মী

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩১৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ১০৯ জন, বাকি ২০৯ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।

আর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪২ জন, চট্রগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৪ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন এবং রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন রয়েছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৭৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট তিন হাজার ২৯৬ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

এর আগে, সোমবার (১৯ মে) ডেঙ্গুতে মৃত্যু না হলেও আক্রান্ত হয়েছিলেন ৮৪ জন। এই নিয়ে চলতি মাসের ২০ দিনে ডেঙ্গুতে মোট মৃত্যু হলো তিনজনের এবং মোট আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৫ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে মারা গেছেন ২৩ জন। আর এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৩৭ জন। এছাড়া ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মারা গেছে ৫৭৫ জন।

Share Now

এই বিভাগের আরও খবর