নিঃশর্ত ক্ষমা চাইতে সারজিস আলমকে নোটিশ

সময়: 10:02 am - May 24, 2025 |

মানব কথা: ফেসবুকে উচ্চ আদালত সম্পর্কিত এক মন্তব্যকে ‘মর্যাদাহানিকর’ ও ‘অবমাননাকর’ আখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। শনিবার (২৪ মে) সুপ্রিম কোর্টের এক আইনজীবী এই নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে সারজিস আলমকে। সেই সঙ্গে সংশ্লিষ্ট ফেসবুক স্ট্যাটাসের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতেও অনুরোধ করা হয়েছে। পাশাপাশি, নোটিশ গ্রহণের দুই ঘণ্টার মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশের জনগণের কাছেও নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায়, তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়েরের ঘোষণা দেয়া হয়েছে।

নোটিশ পাঠানো আইনজীবী মো. জসিম উদ্দিন জানান, রেজিস্ট্রি ডাকযোগে শনিবার সকাল ১০টার দিকে তিনি সারজিস আলমকে এই নোটিশ পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট ও নির্বাচনী ট্রাইব্যুনালের রায়-ডিক্রি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মামুনুর রশিদ। ২২ মে বেলা সাড়ে ১১টার দিকে হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে দেন।

নোটিশে আরও বলা হয়, রায়ের কিছুক্ষণ পর সকাল ১১টা ৪৯ মিনিটে সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে রায়ের বিরুদ্ধে একটি প্রতিক্রিয়া জানান, যা বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়। এতে বিচার বিভাগের প্রতি অবমাননা ও অসম্মান প্রদর্শিত হয়েছে বলে দাবি করেন আইনজীবী।

Share Now

এই বিভাগের আরও খবর