থাইল্যান্ড ভ্রমণে বাধ্যতামূলক হচ্ছে ডিজিটাল অ্যারাইভাল কার্ড

সময়: 1:21 pm - May 26, 2025 |

মানব কথা: ২০২৫ সালের মে মাস থেকে থাইল্যান্ডগামী ভ্রমণকারীদের জন্য চালু হতে যাচ্ছে নতুন নিয়ম। দেশটিতে প্রবেশ করতে হলে সব অ-থাই নাগরিককে বাধ্যতামূলকভাবে থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড (টিডিইএসি) পূরণ করতে হবে।

সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষসহ ঢাকা থেকে থাইল্যান্ডের রুটে ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইন্সগুলোকে বিষয়টি অবগত করে একটি চিঠি দিয়েছে থাই ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

চিঠিতে বলা হয়েছে, এটি একটি অনলাইন ফর্ম, যা যাত্রীরা আগাম পূরণ করে জমা দেবেন থাই ইমিগ্রেশন ওয়েবসাইটে। থাইল্যান্ডে প্রবেশের কমপক্ষে তিনদিন আগে এই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এই নতুন ব্যবস্থার আওতায় বিমান, স্থল ও জলপথ—তিন পথেই প্রবেশকারী যাত্রীদের জন্যই নিয়মটি প্রযোজ্য হবে। অর্থাৎ, থাইল্যান্ডে যেভাবেই প্রবেশ করুন না কেন, ডিজিটাল অ্যারাইভাল কার্ড পূরণ না করলে প্রবেশে সমস্যা হতে পারে। আবেদন করতে হবে www.tdac.immigration.go.th ওয়েবসাইটে।

Share Now

এই বিভাগের আরও খবর