পুলিশের ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

সময়: 2:20 pm - July 9, 2025 |

মানব কথা: বাংলাদেশ পুলিশের ১৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এদের মধ্যে ৫ জন অতিরিক্ত ডিআইজি, ১০ জন পুলিশ সুপার (এসপি) এবং একজন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

বুধবার (৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির তথ্য জানানো হয়।
সাবেক রেলমন্ত্রী জিল্লুলের ভবন-জমি জব্দের আদেশ

প্রজ্ঞাপনে বলা হয়,

অতিরিক্ত ডিআইজিদের মধ্যে রেবেকা সুলতানা (পুলিশ সদর দপ্তর) বদলি হয়েছেন সিআইডিতে,

ফয়সল মাহমুদ (সারদা) সিলেট রেঞ্জে,

মো. আশরাফুল ইসলাম (এটিইউ) পুলিশ সদর দপ্তরে,

ফারুক আহমেদ (পুলিশ সদর দপ্তর) এপিবিএন হেডকোয়ার্টার্সে,

এবং মো. মিজানুর রহমান (এসবি) ঢাকার টিডিএসে।

পুলিশ সুপারদের মধ্যে বদলি হওয়া কর্মকর্তারা হলেন:

ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া (হাইওয়ে পুলিশ) রংপুর রেঞ্জ ডিআইজি অফিসে,

মো. সাখাওয়াত হোসেন (বরিশাল ইনসার্ভিস ট্রেনিং সেন্টার) রাজারবাগ পুলিশ টেলিকমে,

মো. খাইরুল ইসলাম (হাইওয়ে পুলিশ) ট্যুরিস্ট পুলিশে,

খন্দকার নুর রেজওয়ানা পারভীন (পিবিআইয়ে বদলির আদেশপ্রাপ্ত) পুলিশ সদর দপ্তরে,

মীর আবু তৌহিদ (নোয়াখালী পিটিসি) সিআইডিতে,

মো. মিজানুর রহমান (ট্যুরিস্ট পুলিশ) এপিবিএনে,

আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান (খুলনা উপপুলিশ কমিশনার) সিআইডিতে,

সৈকত শাহীন (কুষ্টিয়া ইনসার্ভিস ট্রেনিং সেন্টার) শিল্পাঞ্চল পুলিশে,

কাজী মো. আবদুর রহীম (এটিইউ) চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে,

মো. আব্দুল্লাহ আল ইয়াছিন (সিআইডি) বরিশাল ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে।

এছাড়া, সিলেটের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. আমিনুর রহমানকে এসবিতে বদলি করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আগামী কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ পেয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর