মিটফোর্ডে সোহাগ হত্যা: টিটন গাজীর ৫ দিন রিমান্ড

সময়: 11:21 am - July 12, 2025 |

মানব কথা: পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নির্মমভাবে হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া টিটন গাজীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১২ জুলাই) বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ গিয়াস এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. নাসির উদ্দীন আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সেনা-পুলিশ বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে: সেনা সদরের চিঠি নিয়ে আইএসপিআর

রিমান্ড আবেদনে বলা হয়, টিটন গাজী এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত এবং অন্যান্য আসামিদের সঙ্গেও তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মামলার বাকি আসামিদের নাম-পরিচয়, হত্যাকাণ্ডের পরিকল্পনা ও প্রস্তুতির বিস্তারিত জানা সম্ভব হবে। একই সঙ্গে ঘটনার সময় ব্যবহৃত অস্ত্র-সরঞ্জাম উদ্ধারেও তা সহায়ক হবে।

এর আগে শুক্রবার (১১ জুলাই) রাতে অভিযান চালিয়ে টিটন গাজীকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর