আহতদের চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনা হবে: আসিফ নজরুল

সময়: 12:26 pm - July 21, 2025 |

রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় কোনো ঘাটতি রাখা হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ড. আসিফ নজরুল বলেন, “আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশ থেকে চিকিৎসক আনা হবে। পরিস্থিতি অনুযায়ী গুরুতর আহতদের বিদেশে পাঠানো হবে। এ ঘটনায় জাতি আজ গভীর শোকে নিমজ্জিত। এটি ভাষায় প্রকাশযোগ্য নয়।”

তিনি আরও বলেন, “চিকিৎসা কার্যক্রমে কোনো ঘাটতি রাখা হবে না। আমরা ছয়জন উপদেষ্টা এখানে উপস্থিত হয়েছি, কেউ কেউ দুর্ঘটনাস্থল মাইলস্টোন স্কুলেও গেছেন। বার্ন ইউনিটে চিকিৎসার প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।”

আসিফ নজরুল জানান, “এই দুর্ঘটনার তদন্ত করা হবে। আমরা যা হারিয়েছি, তা কখনোই ফিরিয়ে আনা সম্ভব নয়। আগামীকাল রাষ্ট্রীয়ভাবে শোক পালিত হবে। প্রধান উপদেষ্টা সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন।”

প্রসঙ্গত, সোমবার দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এ ঘটনায় এ পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৬০ জনেরও বেশি। আহতদের মধ্যে ৭০ জন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি।

Share Now

এই বিভাগের আরও খবর