রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ

সময়: 11:32 am - July 28, 2025 |

মানব কথা: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে সুপ্রিম কোর্টের ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। সোমবার (২৮ জুলাই) দুপুরে বঙ্গভবনে এ প্রতিবেদন হস্তান্তর করেন তিনি।

প্রধান বিচারপতির নেতৃত্বে প্রতিবেদন প্রস্তুত সংক্রান্ত জাজেস কমিটির সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে বার্ষিক প্রতিবেদন তুলে দেন।

সাক্ষাতকালে উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি ও কমিটির চেয়ারম্যান মো. আশফাকুল ইসলাম, হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, বিচারপতি কে এম হাফিজুল আলম, বিচারপতি কাজী জিনাত হক, বিচারপতি মো. বজলুর রহমান এবং বিচারপতি মো. বশির উল্লাহ।

কমিটির সদস্যরা রাষ্ট্রপতিকে প্রতিবেদনের বিভিন্ন দিক ও সুপ্রিম কোর্টের বিচারকার্য এবং প্রশাসনিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।

Share Now

এই বিভাগের আরও খবর