বদলি নিয়ে শিক্ষা উপদেষ্টার বার্তা
সময়: 12:08 pm - August 13, 2025 |

মানব কথা: এমপিওভুক্ত শিক্ষকদের সর্বজনীন বদলি নিয়ে কথা বলেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার।
বুধবার (১৩ আগস্ট) বিকেলে শিক্ষা উপদেষ্টা সঙ্গে বৈঠকে এ তথ্য বলেন তিনি। পরে শিক্ষকদের প্রতিনিধিদল এক ব্রিফিংয়ে এ তথ্য জানায়।
ব্রিফিংয়ে বলা হয়, শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন- ইতোমধ্যে সর্বজনীন বদলির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটি কমিটি গঠিত হয়েছে। এ ছাড়াও শিক্ষকদের বাড়িভাড়া ও অন্যান্য দাবির বিষয়ে সরকার বিবেচনা করবে।
বৈঠকে সরকার বাড়ি ভাড়া ১ হাজার টাকা বাড়াতে চেয়েছে, কিন্তু শিক্ষকরা বলেছেন ২০ শতাংশ হলেও বাড়াতে হবে বলে দাবি তোলেন। শিক্ষকরা বলেন, শতাংশ হারে বাড়াতে হবে। এ ব্যাপারে দু-একদিনের মধ্যে শিক্ষকদেরকে মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠাতে বলা হয়েছে।পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় সেগুলো নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলা হবে।