২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৫৬ জন

সময়: 1:51 pm - August 20, 2025 |

মানব কথা: গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৩৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে এডিস মশাবাহিত এ রোগে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বুধবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ঢাকায় ১১৭ জন, ঢাকার বাইরে বিভাগীয় পর্যায়ে চট্টগ্রামে ৬৮, বরিশালে ৬০, ঢাকার বিভাগীয় জেলাগুলোতে ৬০, খুলনায় ২০, রাজশাহীতে ২০, সিলেটে ৭ এবং ময়মনসিংহে ৪ জন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৭ হাজার ৪৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ রোগে এ বছর এখন পর্যন্ত ১০৫ জনের মৃত্যু হয়েছে; এর মধ্যে ৬২ জন পুরুষ ও ৪৩ জন নারী।

Share Now

এই বিভাগের আরও খবর