রাজধানীর পান্থপথে দেয়াল ধসে একজনের মৃত্যু

মানব কথা: রাজধানীর পান্থপথে নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ধসে একজন নিহত হয়েছে। এ ছাড়া এই ঘটনায় দুজন আহত হয়েছেন।
শনিবার (২৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে স্কয়ার হাসপাতালের পাশে পশ্চিম রাজাবাজারমুখী সড়কের মুখে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত আবুল হোসেন (৬৫) ভবনটির কেয়ারটেকার ছিলেন। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি গ্রামে।
শেরেবাংলা নগর থানার এএসআই ফারুক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আহত দুজনসহ নিহত আবুল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
সরেজমিনে দেখা যায়, ভবনটির সামনের পুরো দেয়াল ভেঙে পড়ে পশ্চিম রাজাবাজারমুখী সড়কের প্রায় অর্ধেক অংশ ঢেকে যায়। পরে পুলিশ যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়।
স্থানীয়দের অভিযোগ, রাস্তার পাশে ভবনটি নির্মাণের সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাদের দাবি, কর্তৃপক্ষের অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।