রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টার সাত দফা প্রস্তাব

মানব কথা: রোহিঙ্গা সংকট সমাধানে সাত দফা প্রস্তাব তুলে ধরে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
সোমবার (২৫ আগস্ট) সকালে কক্সবাজারে চলমান ‘হিঙ্গা বিষয়ক অংশীজন সংলাপ’- দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
৬ জেলায় নতুন ডিসি নিয়োগ
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে তার দেওয়া সাত দফা প্রস্তাব হল–
১. রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়ন।
২. তাদের অব্যাহত সমর্থন।
৩. মিয়ানমার কর্তৃপক্ষ ও আরাকান আর্মির কাছে রোহিঙ্গাদের নিরাপত্তা ও জীবিকা নিশ্চিত করার আহ্বান জানানো।
৪. রোহিঙ্গাদের সঙ্গে গঠনমূলক সংলাপ এবং তাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা।
৫. আসিয়ানসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা গ্রহণ।
৬.গণহত্যার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া।
৭.আন্তর্জাতিক আদালতে জবাবদিহিতা ত্বরান্বিত করা।