যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূতকে বরখাস্ত করলেন স্টারমার

সময়: 1:45 pm - September 11, 2025 |

মানব কথা: যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসনকে বরখাস্ত করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যৌন নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া জেফরি এপস্টাইনের সঙ্গে তার ঘনিষ্ঠতা সামনে আনা কিছু ইমেইল ফাঁস হওয়ার পর এ সিদ্ধান্ত নিলেন স্টারমার।

দণ্ডিত মার্কিন যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণস্বরূপ একগুচ্ছ ইমেইল প্রকাশের পর বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

টনি ব্লেয়ারের এক সময়কার খুব ভালো বন্ধু ও সমর্থক ম্যান্ডেলসন মন্ত্রিসভার সদস্য, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। নিউ লেবারের শীর্ষস্থানীয় সমর্থক হিসেবেও তার পরিচিতি আছে।

বৃহস্পতিবার সকালে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের বার্তায় বলা হয়, ফাঁস হওয়া ইমেইলে ব্যক্তিগত বার্তার ‘অতিরিক্ত তথ্য’ থাকায় ম্যান্ডেলসনকে তার পদ থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী।

২০০৮ সালে শিশু যৌন নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত হন এপস্টাইন।

ফাঁস হওয়া ইমেইল অনুযায়ী, ম্যান্ডেলসন ওই ঘটনার পর এপস্টাইনকে দ্রুত মুক্তির জন্য লড়াই চালিয়ে যাওয়ার অনুরোধ করেছিলেন।

ফ্লোরিডায় গ্রেপ্তারের পর এপস্টাইনকে ম্যান্ডেলসন বলেন, তোমার বন্ধুরা তোমার পাশে আছে এবং তারা তোমাকে ভালোবাসে।

ফাঁস হওয়া এসব ইমেইলই মূলত তাকে বরখাস্ত করার দাবিকে উসকে দেয়।

Share Now

এই বিভাগের আরও খবর