পূজা উদযাপনে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

সময়: 9:33 am - September 28, 2025 |

মানব কথা:শারদীয় দুর্গাপূজা উদযাপনে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই এবং নির্বিঘ্নে পূজা সম্পন্ন করার জন্য সরকার সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান।
ডাকাত প্রচারণা চালিয়ে কৃষককে হত্যা

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পার্শ্ববর্তী দেশ ভারত এবং ফ্যাসিষ্টের দোসররা কিছু অপতথ্য ছড়িয়ে পূজার সময়কে অস্থির করার চেষ্টা করছে। সরকার সেটা কঠোর হাতে দমন করবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এ বছর সারাদেশে মোট ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে, যা গত বছরের তুলনায় ১ হাজার বেশি।

পূজা মণ্ডপগুলোর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এ বছর সারাদেশে বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ১ লাখ সশস্ত্র বাহিনী কাজ করছে। পুলিশ মোতায়েন করা হয়েছে ৭০ হাজার। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত আনসার সদস্য কাজ করছে। তিনি জানান, ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান যে, প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারি মাসে নির্বাচনের বিষয়ে জাতিসংঘকে অবহিত করেছেন। সেই লক্ষ্যকে সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে।

উল্লেখ্য, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশের পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সদর দফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের ২৮৫৭টি পূজামণ্ডপের নিরাপত্তার জন্য মোট ৪৩০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ২৪টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার এবং সীমান্ত এলাকায় বিশেষ টহল কার্যক্রম চালানো হচ্ছে।

তথ্য অনুযায়ী, বিজিবির নিরাপত্তাধীন সীমান্তবর্তী ও পার্বত্য এলাকায় ১৪১১টি এবং সীমান্তের বাইরে ১৪৪৬টি পূজামণ্ডপ রয়েছে। সীমান্তের বাইরে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৪৪১টি, চট্টগ্রাম মহানগর ও পার্শ্ববর্তী এলাকায় ৬৯৪টি এবং দেশের অন্যান্য স্থানে ৩১১টি পূজামণ্ডপ রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর