গাজায় জিম্মি মুক্তি শুরু, প্রথম ধাপে মুক্তি পেলেন ৭ জন

সময়: 10:22 am - October 13, 2025 |

মানব কথা: গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের কাছে থাকা জিম্মিদের মধ্যে প্রথম দফায় ৭ জনকে মুক্তি দেওয়া হয়েছে।

মুক্তিপ্রাপ্তদের গাজায় রেড ক্রসের হাতে হস্তান্তর করা হয়েছে বলে ইসরায়েলের সংবাদমাধ্যম জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সও জানিয়েছে, হামাস ইতোমধ্যেই তাদের হস্তান্তর করেছে।

জিম্মিদের মধ্যে একজনের বাবা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ১৫ মিনিটের মধ্যে তাদের ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফের কাছে হস্তান্তর করা হবে এবং এরপর তারা ইসরায়েলে পৌঁছাবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গাজা যুদ্ধ নিয়ে হওয়া সমঝোতা অনুযায়ী হামাস মোট ৪৮ জন জিম্মিকে মুক্তি দেওয়ার কথা। এর মধ্যে ২০ জন জীবিত আছে বলে ধারণা করা হচ্ছে।

মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন:

অ্যারিয়েল কুনিও ও তার ভাই ডেভিড কুনিও, ২০২৩ সালের ৭ অক্টোবর অপহৃত। গালি ও জিভ বারম্যান, ২৮ বছর বয়সী দুই জমজ ভাই। ওমরি মিরান, ৪৮ বছর বয়সী, জীবিতদের মধ্যে সবচেয়ে বয়সী। মাতান আংরেস্ট (২২), মাতান জানগৌকার (২৫), নিমরদ কোহেন (২১), গাই গিলবোয়া ডালাল (২৪), ইয়োসেফ চাইম ওহানা (২৫), এলকানা বহবত (৩৬), আভিনাতান ওর (৩২), এইতান ওর (২৫), বার কুপারশটেইন (২৩), সেগেভ কালফন (২৭) এবং রম ব্রাসলাভস্কি (২১)।

রেডক্রসের কাছে জিম্মিদের প্রথম দলটিকে হস্তান্তর করা হয়েছে, এমন খবর আসতেই ইসরায়েলের তেল আবিব শহরের ‘জিম্মি চত্বরে’ জড়ো হওয়া কয়েক হাজার মানুষ আনন্দে ফেটে পড়েন।

জিম্মিদের গ্রহণ করার জন্য প্রস্তুত ইসরায়েলি জরুরি পরিষেবা। ছবি: এক্স

‘জিম্মি চত্বরে’ একটি বিশাল ডিজিটাল পর্দার সামনে জড়ো হয়ে আছেন তারা। ওই পর্দায় জিম্মি মুক্তির সর্বশেষ খবর দেখানো হচ্ছে। এখানে জড়ো হওয়া ইসরায়েলিরা নিজ দেশের পতাকা দোলাতে দোলাতে সমবেতভাবে ‘তারা বাড়িতে আসছে’ গান গাইছে।

একটি বিবৃতি দিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জিম্মিদের প্রথম দলের হস্তান্তরের কথা নিশ্চিত করেছে।

বিবৃতিতে তারা বলেছে, “রেডক্রসের দেওয়া তথ্য অনুযায়ী, সাতজন জিম্মিকে তাদের জিম্মায় দেওয়া হয়েছে। এসব জিম্মিকে গাজা ভূখণ্ডে অবস্থানরত আইডিএফ ও আইএসএ বাহিনীর কাছে নিয়ে যাওয়া হচ্ছে। পরে আরও জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করা হবে বলে ধারণা করা হচ্ছে। আইডিএফ তাদের গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে আছে।”

হামাসের কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, হামাস ইসরায়েলের সাত জিম্মির প্রথম দলটিকে রেডক্রসের কাছে হস্তান্তর করেছে।

Share Now

এই বিভাগের আরও খবর