ধাক্কা লেগে মালগাড়ির উপরে উঠে পড়ল যাত্রিবাহী ট্রেনের কামরা!
মানব কথা: ভারতের ছত্তীসগঢ়ের বিলাসপুরে যাত্রিবাহী ট্রেন এবং মালগাড়ির সংঘর্ষে এখনও পর্যন্ত নয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। শুরু হয়েছে উদ্ধারকাজ।
দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টা নাগাদ গেবরা রোড এবং বিলাসপুরের মাঝে লালখাদানের কাছে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের কথায়, লাইনে একটি মালগাড়ি দাঁড়িয়েছিল। সেই সময় যাত্রিবাহী ওই ট্রেনটি একই লাইনে চলে আসে। তার পর নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গিয়ে মালগাড়িটিকে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাতে মালগাড়ির উপরে উঠে যায় যাত্রিবাহী ট্রেনটির একাংশ। দুমড়েমুচড়ে যায় ট্রেনের প্রথম কামরাটি।
বিলাসপুরের পুলিশ সুপার রজনীশ সিংহ জানিয়েছেন, ঘটনায় অন্তত ন’জন যাত্রীর মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে দু’জন লোকো-পাইলটের। দুই যাত্রীর দেহ এখনও ভিতরে আটকে রয়েছে। দেহ বার করার চেষ্টা চলছে। কিছু কিছু সংবাদমাধ্যমের দাবি, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে ঘটনায় কত জন মারা গিয়েছেন, সে সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি রেল। একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন ধরেননি দক্ষিণ পূর্ব মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এস ভি বিলাসরাও।
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিক ও কর্মীরা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। তবে ঠিক কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণে আপাতত পুরো রুট জুড়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বহু ট্রেন বাতিল হয়ে গিয়েছে। অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে কিছু দূরপাল্লার ট্রেন।

















