মাইলস্টোন দুর্ঘটনার তিন মাস পর ঘরে ফিরল যমজ দুই শিশু

সময়: 11:54 am - November 12, 2025 |

মানব কথা: ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত যমজ শিশু সায়রা ও সায়মা তিন মাস পর ঘরে ফিরেছে।

বুধবার (১২ নভেম্বর) সকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে এই দুই শিশুকে বিদায় জানান হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ ৩৩ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন জানিয়েছেন, এই দুর্ঘটনায় আহত ৫৭ জন এই ইনস্টিটিউট থেকে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ২০ জনের।

এছাড়া আহত একজনকে ট্রমা ম্যানেজমেন্টের জন্য মানসিক হাসপাতালে পাঠানো হয়েছে এবং তিনজন এখনো চিকিৎসাধীন থাকলেও তারা সবাই আশঙ্কামুক্ত বলেও জানিয়েছেন তিনি।

গত ২১ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। সরকারি হিসাব অনুযায়ী, এ ঘটনায় মোট ৩৬ জন নিহত এবং ১২৪ জন আহত হন।

Share Now

এই বিভাগের আরও খবর