খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে জুবাইদা রহমান
মানব কথা: কিছু সময় ধানমন্ডির বাসা ‘মাহবুব ভবনে’ মায়ের সঙ্গে থাকার পরে বিকালে এভারকেয়ার হাসপাতালে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শনিবার (৬ ডিসেম্বর) বিকাল ৩টা ৩৮ মিনিটে তিনি হাসপাতালে আসেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, ভাবী বিকাল ৩টা ৩৮ মিনিটে এভার কেয়ার হাসপাতালে আসেন। এই মুহর্তে তিনি সিসিইউতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শয্যার পাশে আছেন। গতকাল গভীর রাতে হাসপাতাল থেকে ধানমন্ডির বাসায় ফিরেন ভাবী। এখানে উনার মা সৈয়দা ইকবাল মান্দু বানু রয়েছেন।
রুমন জানান, সার্বক্ষণিক জুবাইদা রহমান বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিবিড়ভাবে দেখভাল করছেন এবং বেগম খালেদা জিয়ার শয্যার পাশে থাকছেন। ধানমন্ডির বাসায় আসলেও টেলিফোনে টাইম টু টাইম তার শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ-খবর রাখছেন।
উল্লেখ্য, লন্ডন থেকে শুক্রবার সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকায় আসেন জুবাইদা রহমান। হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতাল যান। সেখানে বেগম জিয়ার শয্যার পাশে থাকা ছাড়াও মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে কয়েকবার বৈঠকও করেছেন। জুবাইদা রহমান এই মেডিকেল বোর্ডেরও সদস্য। আগের বৈঠকগুলোতে তিনি ভার্চ্যুয়ালি যুক্ত থাকলে গতকাল স্বশরীরে তিনি অংশ নেন।
গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছেন।










