চট্টগ্রামে ১০৫ মণ ঘন চিনি জব্দ

সময়: 12:00 pm - December 10, 2025 |

মানব কথা: চট্টগ্রাম বন্দরে চীন থেকে আসা আমদানি নিষিদ্ধ ১০৫ মণ ঘনচিনির (সোডিয়াম সাইক্লাইমেট) চালান জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। চট্টগ্রাম কাস্টমসের একটি দল চালানটি জব্দ করে বলে বুধবার এনবিআর জানিয়েছে।

ঢাকার কেরাণীগঞ্জের ‘এজাজ ট্রেডিং’ নামে একটি প্রতিষ্ঠান ‘পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড’ ঘোষণা দিয়ে একটি কন্টেইনারে ২২ হাজার ৮৮ কেজি পণ্য আমদানি করে চীন থেকে। গত ২১ অক্টোবর চালানটি চট্টগ্রাম বন্দরে আসে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে চালানটি থেকে পণ্য খালাস বন্ধ করানো হয়। পরবর্তীতে সেটির ভেতরে দুই ধরনের পণ্য পাওয়া যায়।

Share Now

এই বিভাগের আরও খবর