ইরানে তরুণ বিক্ষোভকারী এরফানের ফাঁসি কার্যকর হতে পারে আজ
মানব কথা: ইরানে সরকারবিরোধী বিক্ষোভে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতারকৃত তরুণ বিক্ষোভকারী এরফান সোলতানির ফাঁসি আজ বুধবার কার্যকর হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তার বয়স ২৬ বছর। খবর দ্য গার্ডিয়ানের।
নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা হেনগো অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে। সংস্থাটি ইরান ও কুর্দিস্তান অঞ্চলের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে থাকে।
সংস্থাটির তথ্য মতে, গত বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে এরফান সোলতানিকে গ্রেফতার করা হয়। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তার বিচার সম্পন্ন করে দোষী সাব্যস্ত করা হয় এবং ফাঁসির সাজা ঘোষণা করা হয়।
রাজধানী তেহরানের উত্তর-পশ্চিমাঞ্চলের শহর কারাজ থেকে এরফানকে গ্রেফতার করা হয়েছিল। সেসময় ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হলেও এর আগে শহরটিতে বিক্ষোভ চরমে পৌঁছায়। গত সপ্তাহে দেশজুড়ে হাজারো বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়, এরফান তাঁদেরই একজন।
এরফানের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, ইরানি কর্তৃপক্ষ আবারও ভিন্নমত দমনের উদ্দেশ্যে দ্রুত বিচার ও নির্বিচারে ফাঁসি কার্যকর করতে পারে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আরও জানায়, সংশ্লিষ্ট সূত্রের বরাতে ১১ জানুয়ারি ইরানি কর্মকর্তারা এরফানের পরিবারকে ফাঁসির সাজার বিষয়টি অবহিত করেন। চলমান বিক্ষোভ ও ইন্টারনেট বন্ধ থাকায় বৃহস্পতিবার থেকেই তিনি পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি।
সূত্র: দ্য গার্ডিয়ান।














