কক্সবাজারের চৌফলদন্ডীতে যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

সময়: 11:42 am - September 22, 2024 |

মোহাম্মদ খোরশেদ হেলালী (কক্সবাজার প্রতিনিধি): কক্সবাজার সদরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, গোপন সূত্রের ভিত্তিতে ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের ৯ ইষ্ট বেংগল কর্তৃক পরিচালিত সেনাবাহিনী, ম্যাজিস্ট্রেট, র‍্যাব ও বিজিবি এর সমন্বয়ে গঠিত একটি টিম কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডি ইউনিয়নে অস্ত্র উদ্ধারের জন্য অভিযানে যায়।

এ সময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করেন। ফলে ঘটনাস্থল হতে অস্ত্রের সাথে সম্পৃক্ত কোনও ব্যক্তিকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

পরবর্তীতে উক্ত এলাকা তল্লাশি করে ৩টি এল জি, ১টি এক নলা বন্দুক, ৭টি কার্তুজ, ১টি দা, ১ হাতুড়ী, ৩ টি চাকু, ২টি চাপাতি, ফাঁকা দলিল দস্তাবেজ, গাঁজা উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত অস্ত্রগুলো ব্যবহার করে সন্ত্রাসীরা এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালাতো বলে অভিযোগ ছিলো। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে যৌথবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়।

Share Now

এই বিভাগের আরও খবর