যাত্রাবাড়ীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৬ কিলোমিটার দীর্ঘ যানজট
মানব কথা: ঢাকার প্রবেশপথ যাত্রাবাড়ী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কের পাঁচ থেকে ছয় কিলোমিটারের বেশি এলাকায় যানজট।
সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজলা থেকে শনির আখড়া, রায়েরবাগ হয়ে মাতুয়াইল মেডিক্যাল এলাকা যানজট ছাড়িয়ে গেছে।
ট্রাফিক পুলিশ সক্রিয় না থাকায় যানজট হয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানিয়েছেন, কিছুদিন ধরে এ মহাসড়কে প্রতিদিনই যানজট লাগছে। তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়ছেন চলাচলকারী লাখ লাখ মানুষ।
সোমবার সকাল থেকে রায়েরবাগ, শনিরআখড়া এলাকা মহাসড়কের ঢাকায় প্রবেশের অংশে গাড়ির সারি। মহাসড়কের এ অংশ প্রায় স্থবির হয়ে আছে। গাড়ি সঙ্কট ও যানজট থাকায় অনেককে বাধ্য হয়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।