কক্সবাজারের উখিয়া ও ঈদগাঁওতে পৃথক ঘটনায় ২ জন নিহত

সময়: 11:15 am - October 7, 2024 |

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার জেলার উখিয়া ও ঈদগাঁও উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং দুজন ব্যক্তি আহত হয়েছেন।
রোববার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের কোটবাজার-ভালুকিয়া সড়কের মধ্যমরত্না এলাকায় এবং রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার খোদাই বাড়ী এলাকায় এই পৃথক দুর্ঘটনা ঘটে।

উখিয়া থানার ওসি মো. আরিফ হোছাইন বলেন, রোববার সন্ধ্যায় উখিয়ার কোটবাজার-ভালুকিয়া সড়কের মধ্যমরত্না এলাকায় কোটবাজারমুখী মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু এবং দুজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কোটবাজার স্টেশনস্থ স্থানীয় ক্লিনিকে ভর্তি করিয়েছে।
নিহত নুরুল হক (২৮) উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের দক্ষিণ বড়বিল এলাকার সুলতান আহমদের ছেলে। তিনি পেশায় ইঞ্জিন মেকানিক। তবে আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ওসি আরিফ হোছাইন আরও জানান, নিহতের লাশ নিজের বাড়িতে রয়েছে।

এদিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার খোদাই বাড়ী এলাকায় বাঁশবাহী মিনিট্রাকের সাথে ইজিবাইকের (টমটম) সংঘর্ষে আরও একজন নিহত হয়েছেন বলে জানান ঈদগাঁও থানার ওসি মশিউর রহমান।

তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম ও পরিচয় নিশ্চিত করতে না পারলেও, তিনি ইজিবাইকের চালক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ওসি মশিউর রহমান বলেন, রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার খোদাই বাড়ী এলাকায় একটি ইজিবাইক দিক পরিবর্তন করে সড়ক পার হচ্ছিল। এসময় ঈদগাঁও স্টেশনের দিক থেকে আসা বাঁশবাহী একটি মিনি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে ইজিবাইকটির চালক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈদগাঁও স্টেশনের স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের লাশ মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যদের হেফাজতে রয়েছে বলে জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর