স্নাতক পাস করলেন শহীদ আবু সাঈদ

সময়: 9:44 am - October 20, 2024 |

মানব কথা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এবার স্নাতকের চূড়ান্ত পরীক্ষায়ও পাস করেছেন।

রোববার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: শওকত আলীর অনুমোদনক্রমে এ ফলাফল প্রকাশ করা হয়।

আবু সাঈদ ইংরেজি বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে সিজিপিএ ৩.৩০ পেয়ে সম্মিলিত মেধাতালিকায় ১৪তম স্থান অধিকার করেছেন।

উল্লেখ্য, গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ। আবু সাঈদ নিহত হওয়ার পর সারা দেশে আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়।

এর আগে ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফলেও উত্তীর্ণ হয়েছিলেন শহীদ আবু সাঈদ।

Share Now

এই বিভাগের আরও খবর