আবাসিক ভবনে ইসরাইলি হামলায় ৬২ জন নিহত

সময়: 8:07 am - October 29, 2024 |

মানব কথা: উত্তর গাজায় একটি আবাসিক ভবনে ইসরাইলি হামলায় অন্তত ৬২ জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) উত্তর গাজার বাইত আল লাহিয়া এলাকায় ওই হামলা করা হয়। হামলায় অনেকে আহত হয়েছে।

আল জাজিরা জানিয়েছে, আবাসিক ভবনটিতে ১০০ জনের মতো বাস্তুচ্যুত ফিলিস্তিনি ছিল। ইসরাইলি বাহিনী হামলা করে ভবনটি উড়িয়ে দিয়েছে। এতে এখন পর্যন্ত ৬২ জনের নিহত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে। এছাড়া আরো অনেকেই আহত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

সূত্রটি আরো জানিয়েছে, হামলার পরই স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকরা এগিয়ে যায়। তারা সাধ্য মতো উদ্ধার কাজ শুরু করে। তবে তাদের নিকট পর্যাপ্ত পরিমাণ যন্ত্রপাতি নেই। পাঁচতলা ওই ভবনের নিচে অনেকেই চাপা পড়ে আছেন।

উত্তর গাজার আল-আওদা হাসপাতাল কর্তৃপক্ষ ৬২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে প্রত্যক্ষদর্শীরা অনুমান করেছেন। কারণ, ভবনটিতে প্রায় ১০০ জন লোক ছিল।

সূত্র : আল জাজিরা

Share Now

এই বিভাগের আরও খবর