কক্সবাজারে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎবাবাকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে চকরিয়া পৌরশহরের সবুজবাগ থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত জাফর আলম টেকনাফ উপজেলার বাসিন্দা।
ভুক্তভোগী কিশোরীর মা বলেন, চার বছর আগে জাফর আলমের সঙ্গে আমার বিয়ে হয়। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে। আমার আগের স্বামীর সংসারের মেয়েসহ চকরিয়া পৌরসভার সবুজবাগ এলাকায় ভাড়া বাসায় আছি। আমি বিভিন্ন কাজে ঘরের বাইরে গেলে জাফর আমার মেয়েকে বেশ কয়েকবার ধর্ষণ করে।
তিনি বলেন, শনিবার আমি ঘরে না থাকার সুযোগে জাফর আমার মেয়েকে ধর্ষণ করে। বিষয়টি মেয়ে আমাকে জানালে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করাই। পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া যায়। বিষয়টি জানার পর জাফর ওইদিন পালিয়ে যায়।
তিনি আরও বলেন, সোমবার রাতে জাফরকে কৌশলে বাসায় এনে পুলিশকে খবর দিই। পুলিশ এসে জাফরকে ধরে থানায় নিয়ে যায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া বলেন, ধর্ষণকাণ্ডে অভিযুক্ত সৎবাবা জাফর আলম আটক রয়েছেন। ভিকটিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।