করাচিতে দর্শকশূন্য মাঠে হবে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট

মানব কথা: আগামী ফেব্রুয়ারিতে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য মেরামত করা হচ্ছে করাচির ন্যাশনাল স্টেডিয়াম। এই মাঠেই হবে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট। দর্শকদের নিরাপত্তার সার্থে তাই ম্যাচটিতে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে বুধবার একথা জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ৩০ অগাস্ট শুরু সিরিজের দ্বিতীয় এই টেস্ট। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট শুরু আগামী ২১ অগাস্ট।
“ক্রিকেটে আমাদের উৎসাহী দর্শকদের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে আমরা অবগত। তারা খেলোয়াড়দের অনুপ্রেরণা জোগায়। তবে সমর্থকদের স্বাস্থ্য ও নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সাবধানতার সঙ্গে বিকল্প বিবেচনা করার পরে, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, সবচেয়ে নিরাপদ উপায় হলো ফাঁকা স্টেডিয়ামের সামনে দ্বিতীয় টেস্ট আয়োজন করা।”
ঘোষণা আসার সাথে টিকেট বিক্রিও বন্ধ করে দিয়েছে পিসিবি। যারা টিকেট কিনেছেন তাদের অর্থ ফেরত দেওয়া হবে বলেও জানানো হয়।
১৯৯৬ বিশ্বকাপের পর এই প্রথম আইসিসির কোনো প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। যদিও ভারত প্রতিবেশী দেশটিতে খেলতে যাবে কিনা তা এখনও নিশ্চিত নয়।