৩ লাখ ২৭ হাজার টন চাল আমদানির অনুমোদন

সময়: 1:36 pm - November 14, 2024 |

মানব কথা: সারাদেশে খুচরা বাজারে খাদ্যশস্যের দাম আরো নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার বেসরকারি খাতকে এক মাসের মধ্যে তিন লাখ ২৭ হাজার টন চাল আমদানি করতে বলেছে। মোট ৫৯ জন চাল আমদানিকারক ইতোমধ্যে উল্লিখিত পরিমাণ চাল আমদানির সরকারি অনুমোদন পেয়েছেন।

মঙ্গলবার প্রকাশিত খাদ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, মোট চালের মধ্যে দুই লাখ ৪৭ হাজার টন সিদ্ধ চাল এবং ৮০ হাজার টন আতপ চাল।

খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: হাবিবুর রহমান হোছাইনী আজ বাসসকে বলেন, খুচরা বাজারে চালের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে আমরা ৫৯টি কোম্পানিকে তিন লাখ ২৭ হাজার টন সিদ্ধ ও আতপ চাল আমদানির অনুমোদন দিয়েছি।

তিনি বলেন, মঙ্গলবার জারি করা আদেশটি আসন্ন আমন ফসলের ব্যবধান পূরণের লক্ষ্যে অবিলম্বে কার্যকর করতে হবে, যার জন্য সর্বোচ্চ দেড় মাস সময় লাগতে পারে।

বেসরকারি আমদানিকারকদের ১০ ডিসেম্বরের মধ্যে চাল বাজারজাত করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
আমদানিকৃত কোম্পানিকে এসব পণ্য রিপ্যাকেজ না করে আমদানিকৃত চাল বস্তায় ভরে সরাসরি বাজারে বিক্রি করতে হবে।

বাসস’র সাথে আলাপকালে চাল আড়তদার সমিতির সাধারণ সম্পাদক নিরোদ বরণ সাহা বলেন, চাল আমদানির বিষয়ে সরকারের সিদ্ধান্তের ফলে বাজারে চালের দাম আরো কমবে। এমনকি সদ্য কাটা ধানের দামেও আমদানির প্রভাব পড়বে। প্রতি কেজি ধান এখন বিক্রি হচ্ছে ৩৬ টাকা থেকে ৩৬ টাকা ৫০ পয়সায়।

সরকারি খাতে বুধবার পর্যন্ত খাদ্য মজুত হয়েছে ১২ লাখ ৮৮ হাজার ৯৪৮ টন। এর মধ্যে আট লাখ ৪৮ হাজার ১৩৯ টন চাল, চার লাখ ৩৯ হাজার ৫৬৪ টন গম এবং বাকি এক হাজার ২৪৫ টন ধান।

সূত্র : বাসস

Share Now

এই বিভাগের আরও খবর