ডেঙ্গু আক্রান্ত সাংবাদিক আরিফ শাওনের খোঁজ নিনেল তারেক রহমান
সময়: 1:14 pm - November 30, 2024 |
নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু রোগে আক্রান্ত সাংবাদিক আরিফ সোহানের শারীরিক অবস্থার খোঁজ নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকা হাসপাতালে তারেক রহমানের পক্ষ থেকে দৈনিক সকালের খবরের কাগজ পত্রিকার প্রতিবেদক আরিফ শাওনকে দেখতে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
এসময় তারেক রহমানের পক্ষ থেকে সোহানকে উপহার দেওয়া হয়।
ডা. রফিকুল ইসলাম কর্তব্যরত চিকিৎসকদের সাথে সোহানের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান এবং তা তারেক রহমানকে অবহিত করেন তিনি।
এসময় ডা. এসএম ইউনুস আলী, ডা. জাহাঙ্গীর হোসেন এবং ডা. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।