প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব হলেন ফয়েজ আহম্মদ

সময়: 8:00 am - December 5, 2024 |

মানব কথা: প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ফয়েজ আহম্মদ। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিবের শূন্য পদের বিপরীতে তাকে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব আবুল হায়াত মো: রফিকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুসারে, তিনি পঞ্চম গ্রেডের সর্বোচ্চ ধাপে বেতন ভাতাসহ অন্যান্য সুবিধায় প্রাপ্য হবেন।

ফয়েজ আহম্মদসহ প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে মোট ছয়জন চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন। তাদের মধ্যে একজন প্রেস সেক্রেটারি, দু’জন উপ-প্রেস সেক্রেটারি ও দু’জন সহকারী সেক্রেটারি।

ফয়েজ আহম্মদ বর্তমানে ইংরেজি দৈনিক নিউ এইজের সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর