আন্দোলনে নিহতদের মধ্যে ১৯৮ জন বিএনপির নেতাকর্মী: মির্জা ফখরুল

সময়: 1:37 pm - August 21, 2024 |

মানব কথা: জুলাই-আগস্টের ছাত্র বিক্ষোভ ও সরকার পতনের আন্দোলনে নিহতদের মধ্যে ১৯৮ জন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপি মহাসচিব।

পঙ্গু হাসপাতালে বর্তমানে ভর্তি ১২৪ জনের মধ্যে ৯০ জনই ছাত্রদলের সদস্য বলে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের জন্য আমরা সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছি।

এখন আরো বড় লড়াই করতে হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে বিজয়কে সুসংহত করা না গেলে নব্য ফ্যাসিবাদ হাজির এসে হবে।

আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচদিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

সূত্র : বিবিসি

Share Now

এই বিভাগের আরও খবর