প্রথম ঘণ্টায় ডিএসইএক্স-ডিএস৩০তে সূচক কমল ৪.১৬ পয়েন্ট
মানব কথা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ কার্যদিবসের প্রথম ঘণ্টার লেনদেনে ৪ দশমিক ১৬ পয়েন্টে কমেছে।
রোববার সকালে ঢাকা পুঁজিবাজারের তিনটি সূচকের মধ্যে ডিএসইএক্স ও ডিএস৩০তে সূচক কমেছে এবং শরিয়াহ সূচক ডিএসইএস বেড়েছে।
আজ ডিএসইসির প্রধান মূল্য সূচক ডিএসইএক্স শূন্য দশমিক ১ পয়েন্ট কমে ৫ হাজার ১৯৪ দশমিক ৪২ পয়েন্টে নেমেছে, ডিএসইএস শরিয়াহ সূচক ৪ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৬ দশমিক ১০ পয়েন্ট হয়েছে। আর ডিএস৩০ স্পেশাল ব্লু-চিপ সূচক ২ দশমিক ৮৫ পয়েন্ট কমে এক হাজার ৯২১ দশমিক ৪১ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন ডিএসইতে লেনদেনের তথ্যে দেখা গেছে, তিন হাজার ৮৭২টি লেনদেনের মাধ্যমে কেনাবেচা হয়েছে তিন কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট। প্রথম ঘণ্টায় বাজারে ব্যাপক বিক্রয় চাপ ছিল এবং ১০১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বিনিময় হয়।
এই সময়ে মোট ৩৭২টি প্রতিষ্ঠান লেনদেন করে। এর মধ্যে ডিএসইতে ১৪২টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৪টি কোম্পানির শেয়ারমূল্য।
সূত্র : ইউএনবি