সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনার সময় জানাল সরকার

সময়: 11:00 am - January 15, 2025 |

মানব কথা: সংস্কার কমিশনগুলোর প্রস্তাব নিয়ে আগামী মাসের (ফেব্রুয়ারি) মাঝামাঝি সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শুরু হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

বুধবার সংস্কার কমিশনগুলোর রিপোর্ট প্রকাশের পর বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এ সময় উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ‘এই রিপোর্ট নিয়ে সংস্কার কমিশন বসবে। এখান থেকে পরবর্তী পদক্ষেপ কী হবে, সেটি চূড়ান্ত করা হবে।’

সংবাদ সম্মেলনে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা হবে।’

প্রধান উপদেষ্টার বরাত দিয়ে তিনি বলেন, প্রত্যাশিত সংস্কার শেষ করতে আগামী বছরের জুন মাস পর্যন্ত সময় লাগতে পারে।

আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘জুলাইয়ে সংগঠিত বিচারিক প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছি আমরা। রায়ে অপরাধের সাথে কোনো দলের সংশ্লিষ্টতা পাওয়া গেলে সেটার আলোকে বহু সিদ্ধান্ত নেয়ার সুযোগ পাব।’

তবে তিনি জানান, কোনো দলকে আগে থেকে নিষিদ্ধ করবে না সরকার।
সূত্র : বিবিসি

Share Now

এই বিভাগের আরও খবর