গুয়াতেমালায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৫১

সময়: 8:34 am - February 11, 2025 |

মানব কাথা: মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় মহাসড়কের সেতু থেকে যাত্রীবাহী বাস দূষিত খাদে পড়ে কমপক্ষে ৫১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকেই।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানায়। এর আগে, সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোরে দেশটির রাজধানী গুয়াতেমালা সিটিতে এই দুর্ঘটনা ঘটে।

গুয়াতেমালার কর্মকর্তারা জানায়, গুয়াতেমালা সিটির বাইরে একটি দূষিত খাদে বাস ডুবে যাওয়ার পর অন্তত ৫১ জন মারা গেছেন এবং অন্যরা আহত হয়েছেন।

শহরের ফায়ার সার্ভিসের মুখপাত্র মাইনর রুয়ানো সোমবার সাংবাদিকদের বলেছেন, ধ্বংসাবশেষে আটকে পড়া অন্যান্য লোকদের বাঁচানোর প্রচেষ্টা চলছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৫ জন নারী এবং তাদের লাশ প্রাদেশিক একটি মর্গে পাঠানো হয়েছে।

বাসটি সোমবার গুয়াতেমালার রাজধানীতে আসার এবং বাইরে যাওয়ার একটি ব্যস্ত রুটে চলছিল, তবে এটি পুয়েন্তে বেলিস থেকে পড়ে যায়। পুয়েন্তে বেলিস একটি মহসড়কের সেতু, যা একটি রাস্তা এবং খালের ওপর দিয়ে পার হতে হয়।

এদিকে সোশ্যাল মিডিয়ায় দমকল বিভাগের শেয়ার করা ছবিতে দেখা গেছে যে বাসটির একটি অংশ বর্জ্যের পানিতে ডুবে আছে এবং চারপাশে মরদেহ পড়ে আছে।

Share Now

এই বিভাগের আরও খবর