২১ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেল বন্ধের হুঁশিয়ারি

মানব কথা: চাকরিবিধি চূড়ান্ত করতে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন মেট্রোরেল পরিচালনকারী কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) স্থায়ী কর্মীরা।
আজ মঙ্গলবার ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন না হলে আগামী ২১ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেল সেবা বন্ধ থাকবে, ‘কর্মীদের তরফ থেকে এমন একটি দাবি-দাওয়া’ উঠেছে বলে মন্তব্য করেছেন তিনি।
তিনি বলেন, ‘তবে আজ বিকেলের মাঝে দাবি-দাওয়া সংক্রান্ত খসড়া ফাইনাল করে মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখানে একটি কমিটি হবে। তারা এটা দেখবে। পরবর্তীতে পাস হবে। আমরা প্রসেসের মাঝেই আছি।’
এর আগে গত আগস্টে মেট্রোরেল বন্ধ থাকার সময় কর্মচারীরা ‘বৈষম্যহীন’ বেতন কাঠামোসহ ছয় দাবিতে কর্মবিরতি পালন করেন।
পরে ডিএমটিসিএল বোর্ড দশম থেকে ২০তম গ্রেডের কর্মীদের বেতন বৃদ্ধির দাবি মেনে নেয়ার পর ২০ আগস্ট থেকে তারা কাজে ফেরেন। কর্মীদের বকেয়া পরিশোধের দাবি মেটাতে বোর্ড একটি কমিটিও গঠন করে।
সূত্র : বিবিসি