চাকরি হারালেন ৬ পুলিশ কর্মকর্তা

সময়: 10:58 am - February 20, 2025 |

মানব কথা: চাকরি হারিয়েছেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ছয় কর্মকর্তা। তারা সবাই রাজশাহীর সারদাতে প্রশিক্ষণরত ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। তবে এতে কোনো কারণের কথা উল্লেখ করা হয়নি।

রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, অপসারণ হওয়া ছয় সহকারী পুলিশ সুপার হলেন মো: আশরাফউজ্জামান, মানস কীর্ত্তনীয়া, শান্তু রায়, মো: সোহেল রহমান, কাজী ফাইজুল করীম এবং সঞ্জীব দেব। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।

এর আগে, গত বছরের ১৯ নভেম্বর ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপারদের (শিক্ষানবিশ) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান স্থগিত করা হয়।
সূত্র : বিবিসি

Share Now

এই বিভাগের আরও খবর