পদত্যাগ করলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম

সময়: 8:53 am - February 25, 2025 |

মানব কথা: পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। গত কয়েক দিন থেকেই তার পদত্যাগ নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল।

মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার কাছে এই পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।

আগামী ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেয়ার কথা রয়েছে নাহিদ ইসলামের।

শুক্রবার বিকেলে ছাত্রদের নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হবে জাতীয় সংসদ-সংলগ্ন মানিক মিয়া এভিনিউ এলাকায়। দলটির আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের দায়িত্ব নেয়ার বিষয়টি চূড়ান্ত।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের তিন দিন পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। সরকারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয় নাহিদ ইসলামকে।
সূত্র : বিবিসি

Share Now

এই বিভাগের আরও খবর