রমজানের শুরুতে কিছু কিছু জায়গায় বৃষ্টির আভাস

সময়: 9:48 am - March 2, 2025 |

মানব কথা: দেশের দু’টি বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে

পবিত্র রমজান মাসের শুরুতে দেশের দু’টি বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

রোববার সংস্থাটির দেয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

বুলেটিনে আরো বলা হয়েছে, ‘সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।’

দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সূত্র : ইউএনবি

Share Now

এই বিভাগের আরও খবর