চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

সময়: 8:47 am - April 6, 2025 |

মানব কথা: বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন । এসময় তার সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগম ছিলেন।

আজ (৬ এপ্রিল) সকাল ৮টা ৪০মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সিঙ্গাপুরে ডাক্তার দেখানোর শিডিউল থাকায় তিনি সকাল ৮টা ২০ মিনিটে সস্ত্রীক বাংলাদেশ বিমানে সিঙ্গাপুর রওনা করেছেন। এক সপ্তাহ পর ঢাকায় ফিরবেন।’

মির্জা ফখরুল এর আগেও চিকিৎসার জন্যে একাধিকবার সিঙ্গাপুর গেছেন ।

জানা গেছে, ২০১৫ সালে বিএনপি মহাসচিবের ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান তিনি। এরপর প্রতি বছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর যেতে হয়। এর আগে গত ১০ ফেব্রুয়ারি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান বিএনপি মহাসচিব। ১৬ ফেব্রুয়ারি তিনি চিকিৎসা শেষে দেশে ফেরেন।

Share Now

এই বিভাগের আরও খবর