এবারের ইন্ডিয়ান আইডলের ‘মুকুট’ বাঙালি মানসী’র

সময়: 9:59 am - April 7, 2025 |

মানব কথা: ভারতে গানের শীর্ষ রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডলের’ সেরার মুকুট উঠলো বাঙালি মেয়ের মাথায়। রোববার (৬ এপ্রিল) মুম্বাইয়ে এ শোয়ের ১৫তম সিজনের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।
পরীমণির পাশে দাঁড়ালেন ন্যান্সি, মুন্নি সাহা, তসলিমা নাসরিন

এবার আয়োজনের শিরোপা জিতে পশ্চিমবঙ্গে ২৫ বছর বয়সী মানসী ঘোষ। পুরষ্কার হিসেবে পেয়েছেন ২৫ লাখ রুপি এবং একটি গাড়ী।

গানের এই রিলিয়েলিটি শোয়ের বিচারক ছিলেন শ্রোয়া ঘোষাল, বিশাল দাদলানি ও বাদশা। সঞ্চালনায় ছিলেন আদিত্য নারায়ণ। অতিথি ছিলেন মিকা সিং, শিল্পা শেঠি এবং রাভিনা ট্যান্ডন।

এবারের ইন্ডিয়ান আইডলে দ্বিতীয় হয়েছেন শুভজিৎ ঘোষ এবং স্নেহা শঙ্কর নিজের নামটি নিয়েছেন তৃতীয় স্থানে।

বিচারকদের প্রতি ‘শ্রদ্ধা ও কৃতজ্ঞতা’ জানিয়ে মানসী বলেন ‘আমি সবসময় বাদশা স্যার এবং বিশাল স্যারের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। শ্রেয়া ম্যামও খুব মিষ্টি এবং তিনি বিস্তারিত মন্তব্য করতেন যা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু বিশাল স্যার ভুলগুলো সরাসরি বলতেন আর যখনই তিনি আমার পরিবেশনা পছন্দ করেছেন, তিনিই প্রথম আমাকে দাঁড়িয়ে করতালি দিতেন।’

মানসীর কথায় এই অনুষ্ঠানটি তাকে কেবল গানের বিভিন্ন দিন নয়, বহু কিছু শিখিয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর