রাজধানীতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৬ নেতা গ্রেফতার

সময়: 9:44 am - April 19, 2025 |

মানব কথা: ঢাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের ভাষ্য অনুযায়ী, তারা ‘দুষ্কর্মে’ জড়িত ছিলেন। তবে ঠিক কোন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য জানায়নি পুলিশ।

ডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার ও শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসের সর্বোত্তম: প্রধান উপদেষ্টা

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন:

আশরাফুল ইসলাম নাইম – পল্লবী থানা ছাত্রলীগের ৫ নম্বর ওয়ার্ডের জ্যেষ্ঠ সাংগঠনিক সম্পাদক

রিপন হোসেন ফাহিম – যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

শেখ মো. সোহেল – ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৯ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সহ-সভাপতি

সোহেল রানা – বাড্ডা থানা স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক

মোহাম্মদ ইয়ামিন – বাড্ডা থানার ৩৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক

আবুল বাশার খান – ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি

পুলিশের বিবরণ অনুযায়ী, শুক্রবার বাউনিয়া এলাকা থেকে নাইম, যাত্রাবাড়ী থেকে ফাহিম এবং মোহাম্মদবাগ এলাকা থেকে শেখ সোহেলকে গ্রেপ্তার করা হয়। পরদিন শনিবার বাড্ডা থেকে সোহেল রানা ও ইয়ামিন এবং শাহ আলী এলাকা থেকে আবুল বাশার খানকে গ্রেপ্তার করে ডিবি।

তাদের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ, তবে এ বিষয়ে বিস্তারিত আনুষ্ঠানিক কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি।

Share Now

এই বিভাগের আরও খবর